১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১০ হাজার টন মসুর ডাল কেনা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। টিসিবির মাধ্যমে (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ তেল ও ডাল কিনতে মোট বরাদ্দ ধরা হয়েছে ২৮৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানী ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন বৈঠকে।
জানা গেছে, ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য ক্রয় মূল্য ধরা হয়েছে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের মূল্য ধরা হয়েছে ১৭১ টাকা ৯৫ পয়সা। সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছে থেকে এ তেল কেনা হবে। আর ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের জন্য ব্যয় ধরা হয়েছে ৯৪ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯৪ টাকা ৯৫ পয়সা। শবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেট থেকে এ ডাল কেনা হবে।
বিডি২৪অনলাইন/ই/এমকে