একাত্তরে জামায়াতের রাজনৈতিক ভূমিকা কী ছিল

নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারী ২০২৫

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই সঙ্গে মন্তব্য করেছেন, দেশপ্রেমিক বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না।

বৃহস্পতিবার ( জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমায় এক অনুষ্ঠানে এ প্রশ্ন তোলেন রিজভী। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটিএকটি সেনাবাহিনী আরেকটি জামায়াত। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় এ প্রশ্ন তোলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ইসলামপন্থি সেই রাজনৈতিক দলকে বলতে চাই- একাত্তরের মুক্তিযুদ্ধে আপনাদের রাজনৈতিক ভূমিকা কী ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? তিনি বলেন, দেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে।

রুহুল কবির রিজভী বলেন, সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে। কারণ তাদের পূর্বসূরিরা বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তার মধ্যে অন্যতম মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানেও সেনাবাহিনী উজ্জ্বল ভূমিকা রেখেছে।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর