মন্তব্য
দেশের বাজারে দ্রব্যমূল্য বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সেই সঙ্গে বলেছেন, খুব শিগগির তেল, চিনি, আটাসহ সব জিনিসের মূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ চলছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, আগামী রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে কাজ করছে সরকার। রমজানে দেশের মানুষের কষ্ট হবে না।
সারাদেশে এখন ৫৭ লাখ টিসিবির তালিকাভুক্ত সদস্য রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন করে ছয় লাখ যুক্ত হবে এ তালিকায়। দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে