মন্তব্য
অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি ও বাকিগুলোর মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। গত ৬ অক্টোবর সংবিধান সংস্থার কমিশন এবং তার আগে ৩ অক্টোবর অন্য পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হয়। সবগুলো কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সময় দেওয়া হয়েছিল।
বিডি২৪অনলাইন/এন/এমকে