কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিদেশি বন্ধু প্রসঙ্গে বলেছেন, আমরা ঐক্যবদ্ধ জাতি, সম্মান চাই। বিদেশি বন্ধু চাই, কিন্তু প্রভু চাই না। আর এ বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না।
শুক্রবার (৩ জানুয়ারি) নাটোরে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের। তবে এর জন্য আমাদের লড়াই করতে হবে। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও ইতিবাচক সমালোচনা চায়।
দেশের ক্ষমতায় থাকা দলগুলোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, দফায় দফায় ক্ষমতায় বসে জনগণের আমানত খেয়ানত করেছেন তারা। ক্ষমতায় বসে ক্ষমতার মালিক হয়েছেন তারা। সবচেয়ে বেশি করেছে সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে। শেষ দিন ৫ আগস্ট হাজার হাজার মানুষকে গণহত্যা করে দেশ ছেড়ে পালালো তারা।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে