শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নম্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী এবং সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বাক্কারের সহযোগী গোলকীপার রবিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলা নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে শ্বশুবাড়ি থেকে বিল্লালকে এবং রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেফতার করা হয়।
বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার সাথে জড়িতের অভিযোগে পৃথক মামলা রয়েছে।
আর রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহুর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
নালিতাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/রাকিবুল আউয়াল/সি/এমকে