শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো নিয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। শনিবার (৪ জানুয়ারি) সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রাজধানী ঢাকার পূর্বাচলে বেলাব থানা সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
এদিকে, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনার ফেরত পাঠানো প্রসঙ্গে বলেছেন, কূটনৈতিক পত্র প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দিল্লিতেই আছেন তিনি।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে