৫০ হাজার টাকা সহায়তায় পাবেন দুর্ঘটনায় আহত অস্বচ্ছল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারী ২০২৫

এককালীন ১০-৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা পাবেন দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা। ষষ্ঠ থেকে স্নাতক সমমান শ্রেণির শিক্ষার্থীদের অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।  

অনুদান পেতে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। রোববার ( জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

জানা গেছে, প্রতি দুইমাস পরপর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় আহত ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের অর্থ সহায়তা করা হয়। জানুয়ারি-ফেব্রুয়ারি প্রান্তের আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। এ অনুদান পেতে চিকিৎসাধীন শিক্ষার্থীকে -চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক বছরের মধ্যে হতে হবে।

অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়ন, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন দরকার হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর