এককালীন ১০-৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা পাবেন দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের এ অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
এ অনুদান পেতে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। রোববার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
জানা গেছে, প্রতি দুইমাস পরপর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় আহত ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের অর্থ সহায়তা করা হয়। জানুয়ারি-ফেব্রুয়ারি প্রান্তের আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। এ অনুদান পেতে চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা ১ এক বছরের মধ্যে হতে হবে।
অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়ন, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন দরকার হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে