ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারী ২০২৫

ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ চালানে থাকবে ক্ষেপণাস্ত্র গোলাবারুদসহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র। অস্ত্রের চালান পাঠাতে প্রয়োজন হবে হোয়াইট হাউজ সেনেট কমিটির অনুমোদন ।

অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউজ ছাড়ার দুই সপ্তাহ আগে পরিকল্পনার কথা প্রকাশ্যে এলো। গত আগস্টে দুই হাজার কোটি ডলারের ফাইটার জেট অন্য সামরিক উপকরণ ইসরায়েলের কাছে বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করে যুক্তরাষ্ট্র।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন- আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতি রেখে নিজেদের আত্মরক্ষা এবং ইরান তার প্রক্সি বাহিনীগুলোর আগ্রাসন প্রতিরোধের অধিকার রয়েছে ইসরায়েলি নাগরিকদের। ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা সরবরাহ অব্যাহত রাখবে তার দেশ।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর