ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ চালানে থাকবে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র। অস্ত্রের এ চালান পাঠাতে প্রয়োজন হবে হোয়াইট হাউজ ও সেনেট কমিটির অনুমোদন ।
অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউজ ছাড়ার দুই সপ্তাহ আগে এ পরিকল্পনার কথা প্রকাশ্যে এলো। গত আগস্টে দুই হাজার কোটি ডলারের ফাইটার জেট ও অন্য সামরিক উপকরণ ইসরায়েলের কাছে বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করে যুক্তরাষ্ট্র।
বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন- আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতি রেখে নিজেদের আত্মরক্ষা এবং ইরান ও তার প্রক্সি বাহিনীগুলোর আগ্রাসন প্রতিরোধের অধিকার রয়েছে ইসরায়েলি নাগরিকদের। ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা সরবরাহ অব্যাহত রাখবে তার দেশ।
বিডি২৪অনলাইন/আই/এমকে