দুই দিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারী ২০২৫

সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় রাত দিনের তাপমাত্রা ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে সময়ে রংপুর, সিলেট, ময়মনসিংহসহ উত্তরাঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

রোববার ( জানুয়ারি) দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে,  এ ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান ও নৌ চলাচল এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

সোমবার ( জানুয়ারি) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।

মঙ্গলবার ( জানুয়ারি) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তারাঞ্চলে হালকা বৃষ্টি/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ কারণে বিমান চলাচল, নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর