মন্তব্য
সর্বোচ্চ গতিসীমা ১২০ কিমি গতিতে যমুনা রেলওয়ে সেতু পার হয়েছে পরীক্ষামূলক দুটি ট্রেন। রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে ধীরে ধীরে গতি বাড়িয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন দুটি চলাচল করে। যমুনা নদীর ওপর নির্মিত এ সেতু দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু।
জানা গেছে, রোববার সকাল ৯টা ২০ মিনিটে প্রথম পরীক্ষামূলক ট্রেন দুটি সেতু অতিক্রম করে। এরপর পর্যায়ক্রমে গতি বাড়ানো হয়। প্রথমে ২০ কিমি দিয়ে শুরু হয়। এরপর ৬০, ৮০, ৯০, ১০০, ১১০ ও সর্বশেষ ১২০ কিমি গতিতে চলে ট্রেন দুটি।
বিডি২৪অনলাইন/এন/এমকে