খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি

নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারী ২০২৫


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতে কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। সাক্ষাৎ শেষে  বিষয়টি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার ( জানুয়ারি) রাতে রাজধানী ঢাকায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাতে খালেদা জিয়ার বিশেষ নির্দেশনা প্রদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন,  তিনি একসঙ্গে কাজ করার, গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি (খালেদা জিয়া) যেন সুস্থভাবে লন্ডন যেতে পারেন এবং ফিরে আসতে পারেন সেই কামনা করছি।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর