ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক
০৬ জানুয়ারী ২০২৫

আগামী ২০ জানুয়ারি দেশে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী টানা দুই সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্যদের তথ্য সংগ্রহ করা হবে। ২০০৮ সালের জানুয়ারি অথবা তার আগে জন্মগ্রহণকারীরাসহ  বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়া লোকজনকে ভোটার তালিকাভুক্তির জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে। এছাড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তথ্য সংগ্রহ করা হবে মৃত ভোটারদের।

রোববার ( জানুয়ারি) নির্বাচন কমিশনের এ সংক্রান্ত পরিপত্রে তথ্য জানানো হয়েছে। ইসি জানায়, ২০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির পর্যন্ত এ কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা সুপারভাইজাররা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করবেন। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিলের মধ্যে নিবন্ধন কেন্দ্রে যোগ্য ভোটারদের নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) সম্পন্ন হবে।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য বিভিআরএস সফটওয়ারের সাহায্যে ডাটা এন্ট্রি ডাটা আপলোড হবে ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে। এরপর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত সিএমএস পোর্টালে লিংক সরবরাহ করতে হবে চলতি বছরের ৫ মে’র মধ্যে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর