বোরহানউদ্দিনে ইটভাটার মাটি পরিবহণ, দুই ট্রাকচালককে জরিমানা

ভোলা প্রতিনিধি
০৬ জানুয়ারী ২০২৫


ভোলার বোরহানউদ্দিনে অনুমতি ছাড়া ইটভাটায় মাটি কাটা পরিবহণ করার সময় মাটি বোঝাই ট্রাক চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার  ( জানুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো. মেহেদি হাসানের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানার আদেশ দেন। এর আগে উপজেলার পৌর এলাকার খেয়াঘাট ব্রীজের উপর পৃথক দুটি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান জানান, অনুমতি ছাড়া মাটি কেটে ইটভাটায় পরিবহন করার সময় রেজিষ্ট্রেশনবিহীন লাইসেন্স ছাড়া ড্রাইভিং করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছে। জনস্বার্থে এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/ গাজী তাহের লিটন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর