মন্তব্য
রাজধানী ঢাকায় মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন, বিধায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৫ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
সোমবার (৬ জানুয়ারি) এনবিআরের ভ্যাট বিভাগের এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, মেট্রোরেল দেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে মেট্রোরেল।
২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল তার যাত্রা শুরু করে।
বিডি২৪অনলাইন/এন/এমকে