মন্তব্য
সাতক্ষীরা সদর উপজেলায় ঘেরের বাঁধে সবজি চাষ করার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে আবু হাসান(২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে পায়রাডাঙ্গা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। আবু হাসান একই এলাকার ফারুক সরদারের ছেলে।
স্থানীয় ইউপি আল আমিন জানান, আবু হাসান পায়রাডাঙ্গা গ্রামের বিলে মাছের ঘেরের বেড়িবাঁধে সবজির চাষ করেন। সোমবার সকালে ঘেরের বেড়িবাঁধের উপর কাজ করার সময় অসাবধানতাবশত বেড়িবাঁধের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে তার শরীরের স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে