বিশ্বের চালকবিহীন দীর্ঘতম ট্রেন ‘রিয়াদ মেট্রো’ চালু করেছে সৌদি আরব। মূলত এটা একটি মেট্রোরেল, রাজধানী রিয়াদ ও তার আশপাশের অঞ্চলে চলাচলের জন্য তৈরি করা হয়েছে।
রোববার ভোর ৬টা থেকে ট্রেনটি চালু হয়েছে বলে জানিয়েছে দেশটির রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি (আরসিআরসি)। ট্রেনটির নেটওয়ার্কের মোট দৈর্ঘ ১৭৬ কিলোমিটার। চলাচলের পথে মোট ৮৫টি স্টেশন আছে। সবগুলো স্টেশন কভার করে ট্রেনটি। খবর গালফ নিউজ
পুরো অঞ্চলকে এক নেটওয়ার্কের আওতায় আনতে ৬ টি লাইন রয়েছে— ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন। রিয়াদ এবং তার আশপাশের অঞ্চলকে ৬ ভাগ করে প্রতিটি ভাগের জন্য বরাদ্দ করা হয়েছে একটি লাইন।
প্রতিদিন ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলাচল করবে রিয়াদ মেট্রো। যাত্রীরা স্টেশনে এসে কিংবা অনলাইনে টিকিট কেটে ট্রেন ভ্রমণ করতে পারবেন।
বিডি২৪অনলাইন/আই/এমকে