মন্তব্য
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) জেলার বোদা উপজেলার মিয়াজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক হতদরিদ্রদেরকে শীতবস্ত্র বিতরণ করেন তারা।
সেনাবাহিনীর পক্ষ থেকে ৬৬ পদাতিক ডিভিশনের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের তত্তাবধায়নে মানবিক সেবার অংশ হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
সেনা কর্মকর্তারা বলেন, কনকনে শীত মোকাবেলায় আমাদের এ উদ্যোগ। মানুষের মৌলিক অধিকারগুলো যাতে সঠিকভাবে পূরণ হয়, তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা নেবে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে