সাতক্ষীরার শ্যামনগরের ইছাকুড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মুনছুর আলী কাগুচী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুযারি) সকালে হাজী ব্রিকসের সামনে ঘটনাটি ঘটে। মুনছুর আলী একই এলাকা মৃত আলী বকস কাগুচীর ছেলে।
মুনছুর আলীর ছেলে আকবর হোসেন জানান, হাজী ব্রিকসের পাশে ফসলি জমির উপর দিয়ে তার দিয়ে ইটভাটায় বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়। সেই ফসলি জমিতে কাজ করতে যান মুনছুর আলী। বৈদ্যুতিক সংযোগটির তার জমির মধ্যে পড়েছিল। তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান তিনি।
ইটভাটার মালিক মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শ্যামনগর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, মুনছুর আলীর বাম হাতের ৫ আঙ্গুলসহ ডান হাতের কবিজির নিচের অংশ পুড়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে