মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার ও কথা বলার সেবার ওপর ৩ শতাংশ সম্পূরক কর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। যে কোনো সময় এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে চলতি অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। সে হিসাবে, বর্তমানে মোবাইলে ১০০ টাকার রিচার্জে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮ দশমিক ১ টাকা, রেভেনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স বাবদ দিতে হয় ৬ দশমিক ১ টাকা। এর বাইরে পরোক্ষ কর দিতে হয় ২০ দশমিক ৪ টাকা। গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে কর দিতে হয় সবমিলিয়ে ৫৪ দশমিক ৬ টাকা। এখন সম্পূরক শুল্ক ৩ শতাংশ বাড়ানো হলে কর দিতে হবে ৫৬ দশমিক ৩ টাকা। এর মধ্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ বাবদ ২৯ দশমিক ৮ টাকা। রেভেনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স বাবদ দিতে হবে ৬ দশমিক ১ টাকা। আর পরোক্ষ কর কাটবে ২০ দশমিক ৪ টাকা। গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে কর দিতে হবে সবমিলিয়ে ৫৬ দশমিক ৩ টাকা। এতে গ্রাহক ১০০ টাকা রিচার্জে ব্যবহার করতে পারবেন মাত্র ৪৪-৪৫ টাকার কথা।
বিডি২৪অনলাইন/এন/এমকে