স্বৈরাচার শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারী ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি স্বৈরাচার শেখ হাসিনাসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

 মঙ্গলবার ( জানুয়ারি) রাজধানী ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

ব্রিফিংয়ে জানানো হয়, এ ৯৭ জনের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জন রয়েছে।

এদিকে ই-পাসপোর্ট প্রসঙ্গে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এটা প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর