মন্তব্য
জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি স্বৈরাচার শেখ হাসিনাসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানী ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
ব্রিফিংয়ে জানানো হয়, এ ৯৭ জনের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জন রয়েছে।
এদিকে ই-পাসপোর্ট প্রসঙ্গে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এটা প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।
বিডি২৪অনলাইন/এন/এমকে