মন্তব্য
কাতার বিশ্বকাপ-২০২২ এর ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে জর্জিয়াকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। রোববার রাতে অতিরিক্ত সময়ে দানি ওলমোর দূর পাল্লার শটে গোল পায় তারা।
বরিস পাইচাদজে ডিনামো স্টেডিয়ামে স্পেন-জর্জিয়ার এই ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়। এত ১৫ হাজার দর্শক হাজির হয়েছিল। ম্যাচের ৩২ মিনিটে স্পেনের জালে গোল জড়ায় জর্জিয়ার খিভিচা কুভরাসকেলিয়া। বিরতির আগ পর্যন্ত এগিয়েই ছিল জর্জিয়া।
বিরতির পর ৫৬ মিনিটে গোল শোধ করে স্পেনের ফেরান তোরেস। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) স্পেনের দানি ওলমো দূরপাল্লার শট নেন। জর্জিয়ার জাল ভেদ করে অন্তি মুহুর্তের সে শট।