মন্তব্য
ভোলা সদরের কালীবাড়ী রোডে এখন টিভির ভোলা জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসার আলমিরা ভেঙে ৩ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ প্রায় লক্ষাধিক টাকাসহ দামি মালামাল চুরি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। সাংবাদিক ইমতিয়াজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে অফিসে যান। এর কিছুক্ষণ পর তার মা ঘরের সামনের দরজা তালা দিয়ে হাসপাতালে যায়। পরে তার মা হাসপাতাল থেকে বাসায় ফিরে চুরির ঘটনাটি টের পান। ভোলা থানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসআই মামুন বলেন, পুরো বিষয়টি তদন্ত করেছি আমরা। আশা করি খুব দ্রুত চুরির ঘটনায় জড়িতদের আইনের আওয়াত আনতে সক্ষম হবো।
বিডি২৪অনলাইন/গাজী তাহের লিটন/সি/এমকে