চাল আসলে বাজারে দাম কমে যাবে

নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারী ২০২৫

বিভিন্ন দেশ থেকে চলতি জানুয়ারি মাসে সরকারিভাবে এক লাখ ৭৫ হাজার টন চাল দেশে আসবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আশা প্রকাশ করে বলেছেন, চাল আসলে বাজারে দাম কমে যাবে।

বুধবার ( জানুয়ারি) রাজধানী ঢাকায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান উপদেষ্টা।  

আলী ইমাম মজুমদার বলেন, ‌‌ইতোমধ্যে লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য দরপত্র চূড়ান্ত হয়েছে। মিয়ানমার থেকে জি-টু-জি ভিত্তিতে এক লাখ টন চাল আনা হবে।  ৫০ হাজার টন চাল পাকিস্তান থেকে আনার বিষয়ে আলোচনা হচ্ছে।

উপদেষ্টা জানান, বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে আমনের ক্ষতি হয়েছে। এ অবস্থায়  চাল আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে। বেসরকারিভাবে চাল আমদানির জন্য শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে ব্যবসায়ীদের চাল আমদানির জন্য উৎসাহিত করছি।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর