বিভিন্ন দেশ থেকে চলতি জানুয়ারি মাসে সরকারিভাবে এক লাখ ৭৫ হাজার টন চাল দেশে আসবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আশা প্রকাশ করে বলেছেন, এ চাল আসলে বাজারে দাম কমে যাবে।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানী ঢাকায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপদেষ্টা।
আলী ইমাম মজুমদার বলেন, ইতোমধ্যে ২ লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য দরপত্র চূড়ান্ত হয়েছে। মিয়ানমার থেকে জি-টু-জি ভিত্তিতে এক লাখ টন চাল আনা হবে। ৫০ হাজার টন চাল পাকিস্তান থেকে আনার বিষয়ে আলোচনা হচ্ছে।
উপদেষ্টা জানান, বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে আমনের ক্ষতি হয়েছে। এ অবস্থায় চাল আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে। বেসরকারিভাবে চাল আমদানির জন্য শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে ব্যবসায়ীদের চাল আমদানির জন্য উৎসাহিত করছি।
বিডি২৪অনলাইন/ই/এমকে