একনেক বৈঠকে ১০ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারী ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তাদের সভায় ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য খরচ ধরা হয়েছে হাজার ২৪৬ কোটি টাকা।

বুধবার ( জানুয়ারি) পরিকল্পনা কমিশনে এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা একনেক চেয়ারপারসন . মুহাম্মদ ইউনূস।  অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য- মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প,  নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প,  ডাল তেলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়),  সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি" প্রকল্প, দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনঃনির্মাণ/পুনর্বাসন (২য় সংশোধিত) প্রকল্প, এবং সিলেটে ডুপিটিলা- কৈলাশটিলা-৯নং কূপ (অনুসন্ধান কূপ) খনন" প্রকল্প।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর