জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তাদের সভায় ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য খরচ ধরা হয়েছে ৪ হাজার ২৪৬ কোটি টাকা।
বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য- মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, ডাল ও তেলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়), সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি" প্রকল্প, দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনঃনির্মাণ/পুনর্বাসন (২য় সংশোধিত) প্রকল্প, এবং সিলেটে ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯নং কূপ (অনুসন্ধান কূপ) খনন" প্রকল্প।
বিডি২৪অনলাইন/এন/এমকে