সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের নামে রাজউকের পূর্বাচলে ৬০ কাঠা জমি বরাদ্দের ক্ষেত্রে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরে বিষয়ে দুদকের অনুসন্ধানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, এ বিষয়ে অনেক অগ্রগতি আছে। হাতে পর্যাপ্ত তথ্য এসেছে, যে বিষয়গুলো নিয়ে কাজ করছি। বিশেষ করে পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা প্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ে শিগগির ভালো কিছু তথ্য দিতে পারবো আপনাদের।
গত ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচলে তাদের প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে সংবাদমাধ্যমে আসা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দেন হাইকোর্ট। এ কমিটিকে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগও তদন্ত করতে বলা হয়।
বিডি২৪অনলাইন/এন/এমকে