মন্তব্য
২০২৪ সালে গোটা এক বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ২৯৪ জন নিহত এবং ১২ হাজার ১৯ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৮৯৩ জন ও শিশু ১১৫২ জন রয়েছে। এ সময়ে মোট দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৯২৭টি। এর মধ্যে ২ হাজার ৭৬১টি মোটরসাইকেল দুর্ঘটনা।
বুধবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছেন। সড়ক দুর্ঘটনার বাইরে গত বছরে ১১৮টি নৌ-দুর্ঘটনা ও ৩৪৭টি রেলপথ দুর্ঘটনা ঘটেছে। নৌ-দুর্ঘটনায় ১৫২ জন নিহত, ১৬১ জন আহত এবং ৩৯ জন নিখোঁজ রয়েছেন। রেলপথ দুর্ঘটনায় ৩২৪ জন নিহত এবং ২৭৭ জন আহত হয়েছেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে