সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়াই নির্বাচন কমিশনের ( ইসি) একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বলেছেন, এ নিয়ে আমাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে এক অনুষ্ঠানে এ কথা বলেন। সিইসি বলেন, কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতার জন্য মাঠে নামিনি আমরা। আমরা নেমেছি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে জন্য।
অনুষ্ঠানে সিলেট অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারিসহ অন্যরা।
বিডি২৪অনলাইন/এন/এমকে