অন্য দলের কাউকে বিএনপিতে না নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারী ২০২৫

দলীয় কমিটি গঠনের ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের কোনো সদস্য বা অরাজনৈতিক ব্যক্তিদের বিএনপিতে যোগদান করানো যাবে না। বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ক্ষেত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে- পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপিসহ এর অঙ্গ সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ইতোমধ্যেজিয়া সাইবার ফোর্সনামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে। এটা সম্পূর্ণরূপে প্রতারণামূলক। এভাবে স্বৈরাচারের দোসররা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকে সতর্ক সাবধান থাকতে হবে।

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর