রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারী ২০২৫

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বলেছেন, শুধু রাজনৈতিক নয়, গণঅভ্যুত্থানে সব পক্ষ সবার সঙ্গে কথা বলে আগামী সপ্তাহের মধ্যে ডকুমেন্টারি প্রসঙ্গ এবং কবে, কীভাবে ঘোষণাপত্র প্রকাশ বা ঘোষণা হবে সেই সিদ্ধান্ত জানানো হবে।

বৃহস্পতিবার ( জানুয়ারি) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে কথা বলেন। মাহফুজ আলম জানান, ঘোষণাপত্র নিয়ে কথা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলছে। তিনি বলেন, এটা শুধু ছাত্রদের কাছ থেকে গেলে বাংলাদেশে যে ইউনিটি (একাত্মতা) আছে, সেটার ক্ষতি হতে পারে। তাই সরকার দায়িত্ব নিয়েছে, সবগুলো পক্ষের সঙ্গে কথা বলে একটা ডকুমেন্ট তৈরি করবে।

আগস্টের পর থেকে মাজার, কাওয়ালি গান বা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় চালানো হামলার ব্যাপারে অনেক সময় স্পষ্ট ব্যবস্থা  না নেওয়ায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এখন থেকে কোনো গানের আসর অথবা মাজারে হামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেব না। ব্যাপারে শক্ত ভূমিকা নেওয়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর