মন্তব্য
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সব শিক্ষার্থী পাঠ্যপুস্তক হাতে পাবে। বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, সরকার এটা নিয়ে কাজ করছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব। এর আগে গত ১ জানুয়ারি শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পাঠ্যবই কবে ছাপা শেষ হবে, সেটা নিয়ে আমি কিছু বলবো না। তবে আমি মনে করি, পাঠ্যবই ছাপার কাজটা এবার শেষ পর্যন্ত যুদ্ধের মতো হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে