ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

Super Admin
১০ জানুয়ারী ২০২৫

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আসপিয়া খাতুন (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সাতক্ষীরাআশাশুনি সড়কের আলিয়া মাদ্রাসার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আসপিয়া খাতুন পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।

আসপিয়ার মামা মহসিন আলী জানান, বৃহস্পতিবার বিকালে পরিবারের লোকজনের সাথে ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে মাহফিল শুনতে গিয়েছিল আশপিয়া। সেখান থেকে শুক্রবার সকালে একটি ইজিবাইকে তারা সবাই বাড়ি ফিরছিল। পথিমধ্যে সদর উপজেলাধীন সাতক্ষীরাআশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে গেলে সে ছিটকে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসত তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর