শেখ হাসিনাকে আন্তর্জাতিক খুনি ও সব খুনের মাস্টারমাইন্ড উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাকে আশ্রয় দিয়ে জেনেভা কনভেনশন এবং সব আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে ভারত। তাকে ফেরত দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। বিচারের আওতায় আনতে হবে তাকে।
শুক্রবার (১০ জানুয়ারি) জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার কর্মী সম্মেলনে এসব কথা বলেন। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ সম্মেলন হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। সেখান থেকে এখন ষড়যন্ত্র করছেন তিনি। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় এত বছরের জুলুম, নির্যাতন, লুটপাট ও খুনের পেছনে তাদেরও (ভারত) হাত ছিল বলে মন্তব্য করেন জামায়াতের শীর্ষস্থানীয় এ নেতা।
জামায়াতের এ নেতা বলেন, শেখ হাসিনা আলেমদের ফাঁসি দেওয়ার জন্য যে ট্রাইব্যুনাল করেছিল, আল্লাহর কী বিচার এখন সেই ট্রাইব্যুনালেই বিচারের আয়োজন চলছে তার। ট্রাইব্যুনালে দুই শতাধিক মামলা হয়েছে। রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে শেখ হাসিনার নামে।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে