পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকার এলএসডি মোড়ে ১৫ লাখ টাকা বরাদ্দে নির্মিত পাবলিক টয়লেট ব্যবসায়ীসহ মানুষের কোনো কাজে আসছে না। মসজিদের পিছনে জানাজা নামাজের জন্য নির্ধারিত জায়গায় টয়লেটটি নির্মাণ করায় কেউ জানেই না পাবলিক টয়লেট আছে মোড় এলাকায়।
তথ্যমতে- স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে টয়লেটটি নির্মাণ করা হয়। নির্মাণ ব্যয় ধরা হয় ১৫ লাখ টাকা। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, আমাদের প্রয়োজন হলে মসজিদের টয়লেট ব্যবহার করি। এ জন্য কোন কাজে আসছে না।
ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, মসজিদের পিছনে জানাজা নামাযের জায়গায় এ টয়লেট নির্মাণ হয়েছে। মসজিদের মুয়াজ্জিনের কাছে চাবি থাকে। জানাযা নামাজ হলে খুলে দেওয়া হয়। তাছাড়া আর কোন কাজে আসে না।
স্থানীয় হামিদার রহমান বলেন,এলএসডি মোড়ে কোন পাবলিক টয়লেট নির্মান করা হয়নি। তবে এখানে পাবলিক টয়লেট হলে ভালো হয়।
দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা সাখাওয়াদ আলী জানান, নির্ধারিত জায়গা না পাওয়ায় জানাজা নামাজের মাঠে নির্মাণ করা হয়েছে। আমরা পাবলিক টয়লেটটি ইজারা দেওয়ার চেষ্টা করছি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে