বিদেশে টাকা পাচার বন্ধ হয়েছে

নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২৫

বিদেশে টাকা পাচার বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আহসান এইচ মনসুর। বলেছেন, এখন সুশাসন হওয়ায় টাকা পাচার থেকে রক্ষা পেয়েছি। পাচারকৃত অর্থ ফেরাতে বিদেশে আইনজীবী নিয়োগ করবে সরকার।  বড় অঙ্কের অর্থ ফেরাতে কমিশন দিতেও রাজি সরকার।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানী ঢাকার একটি হোটেলে  এক অনুষ্ঠানে কথা বলেন। ব্যাংকের ওপর মানুষের আস্থা বাড়াতে হবে, তাহলেই ব্যাংক ঘুরে দাঁড়াবে বলেও মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, ব্যাংকের টাকা বিদেশে চলে গেছে। সেই টাকা উদ্ধারে বিদেশেরও সহায়তা পাচ্ছি।

রেমিট্যান্স প্রসঙ্গে গভর্নর লেন, রেমিট্যান্স পাঠানোর জন্য এখন প্রবাসীদের প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে রেমিট্যান্স বাড়াতে আমলাতান্ত্রিক বেড়াজালে যেন আটকে না রাখি, আমাদের মনে রাখতে হবে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর