গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ আত্মঘাতী

নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারী ২০২৫

বেশ কয়েক কারণে দেশের বেসরকারিখাত বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে। গত তিন বছরে গ্যাসের দাম ২০০ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন করে এখন শুল্ক, করহার বাড়ানোর সিদ্ধান্ত এবং শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব কার্যকর হলে এবং বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট-করহার বৃদ্ধি দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে, উৎপাদন ব্যাহত করবে, প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস করবে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানী ঢাকার মতিঝিলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে এক মতবিনিময় সভা হয়। সেখানে বিষয়টি জানান ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। ব্যবসা পরিচালন ব্যয় মূল্যস্ফীতির ওপর চাপ কমাতে মুহূর্তে ভ্যাট এবং করহার বাড়ানোর উদ্যোগটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে করে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ উত্তরণে সরকারের পাশাপাশি স্টেকহোল্ডারদের সম্মিলিত উদ্যোগ জরুরি বলেও মনে করেন ডিসিসিআই সভাপতি।

দেশের বেসরকারিখাত বেশ চ্যালেঞ্জের মুখে থাকার কারণগুলোও উল্লেখ করেন তাসকিন আহমেদ। বলেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি খরচ বৃদ্ধি, উচ্চ জ্বালানি ব্যয় নিরবচ্ছিন্ন জ্বালানি প্রাপ্তির অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, ঋণ প্রাপ্তিতে বাধা সুদের উচ্চ হার, উচ্চ শুল্কহার, ভ্যাট হার বৃদ্ধি এবং সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের বেসরকারিখাত চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিদ্যমান চ্যালেঞ্জের মধ্যে শতাধিক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধিসহ বেশকিছু পণ্যের করহার বৃদ্ধি এবং শিল্পে গ্যাসের মূল্য দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ ব্যবসা-বাণিজ্য বিনিয়োগসহ সামগ্রিক অর্থনীতর জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।

ডিসিসিআই সভাপতি জানান, সম্প্রতি শিল্প ক্যাপটিভের প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৩১ টাকা ৫০ পয়সা থেকে ৭৫ টাকা ৭২ পয়সা বাড়িয়ে দ্বিগুণের বেশি করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে প্রায় ৪৩টি পণ্যের ওপর ভ্যাট শুল্ককর দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মোটরসাইকেল, রেফ্রিজারেটর, কম্প্রেসার শিল্পের আয়কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। দেশের শিল্পে কী এমন ম্যাজিক আছে যেখানে ঘন ঘন জ্বালানির দাম বাড়ানো হয়, প্রস্তাব করা হয়- সে প্রশ্নও রাখেন ডিসিসিআই সভাপতি।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর