মন্তব্য
স্বামীর মৃত্যুর পর প্রথমবার জাতীয় টেলিভিশনের পর্দায় হাজির রণবীর-রিদ্ধিমার মা নীতু কাপুর। চলতি সপ্তাহে ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়েছেন অভিনেত্রী।
কিভাবে ঋষি কাপুর নীতুর প্রেমে পড়বার অনুভূতিটা উপলব্ধি করেছিলেন, সে কথা বলতে গিয়ে ঝরঝর করে নীতুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। দুজন দুটো আলাদা শহরে শুটিং সারছিলেন, যখন টেলিগ্রাম করে ঋষি, নীতুকে জানান- ‘শিখনি, তোমার কথা বড্ড মনে পড়ছে’।
আবেগঘন নীতু কাপুর বলেন, ‘আমি আজ ঋষিকে সেলিব্রিট করতে এসেছি, কিন্তু এই ভিডিও দেখে, ঋষির প্রতি এত ভালোবাসা দেখে আমার কিংবদন্তি বন্ধুদের কাছ থেকে আমি সত্যি নিজের আবেগ সামলাতে পারছি না।'