চলতি জানুয়ারি মাসের ১১ দিনে দেশে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রেমিট্যান্স আসারেএ গতি অব্যাহত থাকলে চলতি মাসেও রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ১১ দিনে আসা রেমিট্যান্সের ডলারকে বাংলাদেশি মুদ্রায় বিনিময় করলে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) টাকার পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৯৮৬ কোটি ৫২ লাখ। সে হিসাবে প্রতিদিন আসছে ৮১৬ কোটি টাকার বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ১১ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৫ লাখ ডলারের বেশি এসেছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে