সাতক্ষীরায় জমি চাষে কৃষককে বাধা দিয়েছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
১২ জানুয়ারী ২০২৫

 

সাতক্ষীরার লক্ষীদাঁড়িতে নজরুল ইসলাম গাজী নামের এক কৃষককে ভারতের সীমান্ত সংলগ্ন তার আবাদিত জমি চাষাবাদে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ সদস্যরা জমিটি ভারতের বলে দাবি করে এ বাধা দেয়। এদিকে ঘটনাটি ভুক্তভোগী বিজিবির স্থানীয় ক্যাম্পকে জানালে এ ঘটনায় পতাকা বৈঠক হয়েছে বিজিবি ও বিএসএফের মধ্যে।

 

রোববার দুপুরে লক্ষীদাঁড়ি সীমান্তের তিন নম্বর মেইন পিলারের দুই তিন নম্বর সাব পিলারের মধ্যবর্তী শূন্যরেখা বরাবর এ বৈঠক হয়। এর আগে শনিবার দুইজন শ্রমিক নিয়ে নজরুল ইসলাম জমিটিতে কাজ করতে গেলে বাধা দেওয়ার ঘটনা ঘটে।

 

এদিকে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের লে. কর্ণেল আশরাফুল হক। বিএসএফের নেতৃত্বে দেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী ১৫২ ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার।

 

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান, পতাকা বৈঠকে সীমান্তের অমীমাংসিত জমি নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের সার্ভেয়ারদের নিয়ে জমি মাপা হবে। মাপ শেষ না হওয়া পর্যন্ত কোন পক্ষই শূন্য রেখা এলাকায় নির্মাণ কাজ না চালানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর