পঞ্চগড়ের দেবীগঞ্জ দন্ডপাল ইউনিয়নের জামায়াতের সহকারী আমির আব্দুল কাদেরের সহযোগিতায় জমি দখল করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা আমিরের কাছে অভিযোগ দিয়েছেন কালিগঞ্জ লোহাগাড়া এলাকার ভুক্তভোগী রফিকুল ইসলাম।
অভিযোগে বলা হয়েছে, গ্রাম্য সালিশি বৈঠকের মাধ্যমে পক্ষপাতদুষ্টভাবে রায় দিয়ে জমিটি দখলে সহযোগিতা করা হয়েছে।
রফিকুল ইসলামের সাথে একই এলাকার জামায়াত কর্মী ইদ্রিস আলীর দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি অনেকবার আপোষের জন্য বসা হলেও ইদ্রিস আলীর অসহযোগীতার কারনে সেটা সমাধান সম্ভব হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর জামায়াত নেতাদের দ্বারস্থ হয় ইদ্রিস আলী। পরে উপজেলা আমির দায়িত্ব দেয় দন্ডপাল ইউনিয়নের আমির ইব্রাহীম ও সহকারি আমির আব্দুল কাদেরকে। এরপরে জামায়াতের নেতারা একতরফাভাবে ভুক্তভোগীর অনুপস্থিতিতে জমি পরিমাপ করে পাকা পিলার দিয়ে সীমানা নির্ধারণ করে দেয়। বিষয়টি আবারও উপজেলা আমিরকে জানানো হলে ৩ নভেম্বর আপোষের চেষ্টা করা হয়। পরে একতরফাভাবে জমি পরিমাপের বিষয়টি আইনসম্মত না হওয়ায় সীমানা পিলার তুলে ফেলা হয়। এ ঘটনায় জামায়াত কর্মী ইদ্রিস আলীসহ তার ছেলেরা মারমুখী আচরন করায় সালিশি কার্যক্রম স্থগিত করা হয়। গত ১১ জানুয়ারি দুই পক্ষের উপস্থিতিতে আপোষের চেষ্টা করা হয়। সালিশী কার্যক্রমে ইব্রাহীম ও আব্দুল কাদের উপস্থিত ছিলেন। তারা আগের মতো পক্ষপাতদুষ্ট হয়ে জমিটি ইদ্রিস আলীকে দেওয়ার জন্য সার্ভেয়ারকে (আমিন) চাপ প্রয়োগ করে। বিষয়টি বুঝতে পারলে মারমুখী আচরণ ও বিভিন্নভাবে হুমকি দেয় তারা।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে