মন্তব্য
চাঁদাবাজি, ছিনতাই ও খুন বন্ধে পুলিশ সদস্যদের শতভাগ চেষ্টা করার নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, অপরাধ দমনে সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে। সততা দিয়ে কাজ করতে হবে। ন্যায়ের পথে থাকতে হবে।
সোমবার (১৩ জানুয়ারি) রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন।
আইজিপি বলেন, সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে চাঁদাবাজি ও মাদকসহ সব অপরাধ দমন করতে হবে। এ ক্ষেত্রে কোনো প্রতিকূলতা থাকলে সেটা মোকাবিলা করে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশের আরও অনেক কর্মকর্তা বক্তব্য দেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে