গণঅভ্যুত্থানে পতিত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বাদ পড়েছে অনেক প্রকল্প, পাশাপাশি বরাদ্দ কমানো হয়েছে কিছু প্রকল্পের। কাটছাটে মূল এডিপি থেকে কমানো হচ্ছে ৪৯ হাজার কোটি টাকা। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি)’র আকার দাঁড়াচ্ছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা।
জানা গেছে, চলতি অর্থবছর মূল এডিপির আকারের পরিমাণ ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ১ লাখ কোটি টাকা। সরকারি তহবিলের রয়েছে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ বাস্তবায়নকারী বিভিন্ন সংস্থার নিজস্ব তহবিলের।
সূত্রের তথ্য অনুযায়ী, উন্নয়ন প্রকল্প পর্যালোচনা অব্যাহত রয়েছে। সামনে আরও প্রকল্প বাদ পড়তে পারে, বরাদ্দও কমতে পারে কিছু প্রকল্পে। শিগগিরই আরএডিপি সংক্রান্ত খসড়া চূড়ান্ত করা হবে। এরপর অনুমোদনের জন্য সেটা জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) তোলা হবে।
জানা গেছে, সরকারের নিজস্ব তহবিল ও বিদেশি ঋণ– দুই ধরণের উৎসের অর্থই কমানো হচ্ছে এডিপিতে। এ ক্ষেত্রে সরকারের তহবিল থেকে বেশি কমানো হচ্ছে, পরিমাণে প্রায় ৩০ হাজার কোটি টাকা। এতে আরএডিপিতে সরকারের তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। অন্যদিকে আরএডিপিতে বিদেশি ঋণের উৎস থেকে কমানো হচ্ছে ১৯ হাজার কোটি টাকা। ফলে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে ৮১ হাজার কোটি টাকা।
বিডি২৪অনলাইন/ই/এমকে