সাতক্ষীরায় নববধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

Super Admin
১৪ জানুয়ারী ২০২৫

সাতক্ষীরার সদর উপজেলায় খাদিজা খাতুন নামের এক গৃহবধূকে পিটিয়ে ও  শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত খাদিজা খাতুনের স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

খাজিদা খাতুন মাধবকাটি গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের স্ত্রী। তিন মাস আগে তাদের বিয়ে হয়। তিনি সদর উপজেলার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালির মেয়ে।

খাদিজা খাতুনের আত্মীয় মনিরুল ইসলাম জানান, বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে দুই লাখ টাকা আনার জন্য খাদিজার উপরে চাপ প্রয়োগ করতে থাকে। খাদিজা টাকা আনতে বাবার বাড়ি যেতে রাজি না হওয়ায় তার উপর শারীরিক মানসিক নির্যাতন চালাতে থাকে আমিরুল। ঘটনার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে আমিরুল লাঠি দিয়ে তার স্ত্রী খাদিজার মাথায় আঘাত করে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে  হত্যা করা হয়। ঘটনার পর আমিরুল এক রকম উন্মাদের মত হয়ে যায়। সকালে বাড়ির আসবাবপত্র ভাংচুর করতে থাকে। পরে ঘটনাটি জানতে পেরে স্থানীয় জনতা আমিরুলকে ঘরের মধ্যে আটকে রাখে ও পুলিশে খবর দেয়।

সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম জানান, বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই মহিলার স্বামী আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর