সারের সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২৫

বোরো মৌসুমে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, কেউ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভাগীয় প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সারের সংকট প্রসঙ্গে কৃষি উপদেষ্টা আরও জানান, যেসব ডিলার কৃত্রিম সংকটের সঙ্গে জড়িত হবেন, আগামী মাস থেকে তাদের ডিলারশিপও চলে যাবে। কোনো অবস্থায়ই ছাড় দেওয়া হবে না তাদের।

কৃষকদের আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, তারা হচ্ছেন দেশের প্রাণ। তারা অবশ্যই সার পাবেন, ন্যায্যমূল্যেই পাবেন।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর