মামলা বাণিজ্য অব্যাহত রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২৫

আগস্টের পর দেখা স্বপ্ন দিন দিন স্থিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেছেন- অভ্যুত্থানে  কামার, কুমার, খেটে খাওয়া মানুষ, রাজমিস্ত্রি  রিকশাচালক, শ্রমজীবী, পেশাজীবী মানুষের কোনো পরিবর্তন হয়নি। এখনো বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি চলছে। এখনো মামলা বাণিজ্য অব্যাহত রেখেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা গণসংযোগে এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ জানান, আগস্টের পর পুলিশ হওয়ার কথা ছিল জনতার পুলিশ। জনতার পুলিশ ক্ষমতার কাঠামো ভেঙে জনতার কাতারে নিমে আসবে, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু দেখছি মামলা বাণিজ্য। মামলা দিয়ে ব্যবসার নতুন একটা উপলক্ষ্য তৈরি করা  হয়েছে দেশে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আমাদের স্বপ্ন ছিল আগস্টের পর ইতিবাচক পরিবর্তন হবে। কিন্তু দেখছি- কামার, কুমার, খেটে খাওয়া মানুষ, রাজমিস্ত্রি  রিকশাচালক, শ্রমজীবী, পেশাজীবী মানুষ যে অবস্থায় ছিল, সেই অবস্থায় রয়েছে। সিএনজিওয়ালাদের চাঁদা দিয়ে রাস্তায় সিএনজি চালাতে হয়। টেম্পুওয়ালা যারা, স্ট্যান্ডে টেম্পু নামাতে হলে স্থানীয় চাঁদাবাজদের চাঁদা দিতে হয়। ব্যবসায়ীদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের প্রোক্লেমেশন রেজুলেশনে সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে। রেজুলেশনে আমাদের নাগরিক অধিকার দিয়ে প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমান নায্য হিস্যা রয়েছে। এখানে কোনো ব্যক্তির ইতিহাস হিস্যা রাখবেন না। এদেশ কারো বাবার পৈত্রিক সম্পত্তি না।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর