ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্ত থেকে শেখ আলিমুর রহমান (৪৫) নামে এক সাবেক সেনা কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার সন্ধ্যার পরে বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ মেইন পিলার হতে আনুমানিক ৩০০ গজ দুরে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তাকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তানজীর আহমেদ। শেখ আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তার পিতার নাম ডা. আ. রহমান।
লে.কর্ণেল তানজীর আহমেদ, এ নিয়ে আগামীকাল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে তাকে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি২৪অনলাইন/সামানুর ইসলাম/সি/এমকে