যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্ক হোঁচট খাবে না

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারী ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে হোঁচট খাবে না, এটা স্মুথলি চলবে। এ কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিমত ব্যক্ত করেন। তৌহিদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা রকম বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা সরকার স্পেসিফিক হবে না। নতুন সরকার এলে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা দেখব আমরা।

উপদেষ্টা বলেন, সম্পর্ক একটা বহমান ধারা। পারস্পরিক চাওয়া-পাওয়ার হিসেব সব সময় একটু-আধটু পরিবর্তন হয়। রকম যখন হবে, তখন সেই অনুযায়ী পদক্ষেপ নেব, নিতে পারব বলে মনে করি আমি।

ভারত, চীন মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে অসন্তুষ্ট করতে চান না বলেও জানা তৌহিদ হোসেন। বলেন- ভারত, চীন মার্কিন যুক্তরাষ্ট্র- তিন দেশের সঙ্গে  বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরত্বপূর্ণ। অবশ্যই একটা ভারসাম্য সম্পর্ক রক্ষা করব আমরা। আমাদের নিজেদের স্বার্থ রক্ষায় তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখব আমরা।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর