ইমাম-পুরোহিতের সহায়তা নিতে বলেছে ইসি

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারী ২০২৫

ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমে ইমাম, পুরোহিতসহ ধর্মীয় উপাসনালয়েরও সহায়তা নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ জানুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

আগামী ২০ জানুয়ারি থেকে দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০০৮ সালের ০১ জানুয়ারি অথবা তার পূর্বে জন্মগ্রহণকারীদের বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন, তাদেরকে ভোটার তালিকাভুক্তি এবং ভোটার তালিকা থেকে মৃত ভোটারদেরকে বাদ দিতে এ সময়ে তথ্যাদি সংগ্রহ করা হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর