৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচনের প্রস্তাব সংস্কার কমিশনের

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারী ২০২৫

জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে ৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচনের প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সেই সঙ্গে নির্বাচনে ভোট গ্রহণে ইভিএম ব্যবহারের বিধান বাতিল করার কথাও বলছে তারা।

 

বুধবার (১৫ জানুয়ারি) কমিশন তাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত নয় পৃষ্ঠার সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। সেই প্রতিবেদনে এ প্রস্তাবনা দেওয়া হয়েছে।  এর বাইরে প্রতিবেদনে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ করেছে কমিশন। সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর অন্তর্র্বতীকালীন সরকার সংস্কার কার্যক্রম হাতে নেবে বলেও জানানো হয়েছে প্রস্তাবনায়।

বাকি প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- নির্বাচনকালীন আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা কোনো আসনে মোট ভোটারের ৪০% ভোট না পড়লে পুন:নির্বাচন করা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা, রাজনৈতিক দলগুলোকে সৎ, যোগ্য এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নির্বাচনেনা-ভোটেরবিধান প্রবর্তন করা। নির্বাচনে না-ভোট বিজয়ী হলে সেই নির্বাচন বাতিল করা এবং পুন:নির্বাচনের ক্ষেত্রে বাতিল করা নির্বাচনের কোনো প্রার্থী নতুন নির্বাচনে প্রার্থী হতে না পারার বিধান করা। ঋণ-বিল খেলাপিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা। আদালত কর্তৃক ফেরারি আসামি হিসেবে ঘোষিত ব্যক্তিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা। সংবিধানের অনুচ্ছেদ ৬৬()() এর অধীনে নৈতিক স্খলনজনিত অপরাধে বিচারিক আদালতে দোষী সাব্যস্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত হওয়ার শুরু থেকেই সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করা। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের পদত্যাগ না করে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার অযোগ্য করা। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে % শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পরিবর্তে ৫০০ ভোটারের সম্মতির বিধান করা এবং ক্ষেত্রে একক কিংবা যৌথ হলফনামার মাধ্যমে ভোটারদের সম্মতি জ্ঞাপনের বিধান করা। একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থীর হওয়ার বিধান বাতিল করা।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর