নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট তত দ্রুত কাটবে

নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারী ২০২৫

নির্বাচন যত দ্রুত হবে, দেশের সংকট তত দ্রুত কাটবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচন হলে রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হবে।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানী ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া ম্যান্ডেট পাওয়া যায় না। আর সংস্কার করতে হলেও পার্লামেন্ট লাগবে। তিনি জানান, আমরা গত দুই বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ৩১ দফা দিয়েছি। এখানে সব কিছু রয়েছে।

বাজারে দ্রব্যমূল্যের দিকে অন্তর্বর্তীকালীন সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। দাম এমনভাবে বাড়ছে, মানুষের নাভিশ্বাস উঠে গেছে। অন্তর্র্বতী সরকারকে বলবো দয়া করে ওদিকে নজর দিন, সুশাসনের দিকে নজর দিন। এখন সরকারি আমলা-কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর